মোঃ জিয়াউর রহমান: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার চৌধুরীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২ এপ্রিল) বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি USAID এর উদ্যোগে শিশুদের মাঝে মাক্স বিতরণ করা হয়।
গুণগত শিক্ষা নিশ্চিত করতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব নিয়ে বক্তাগণ বিশদ আলোচনা করেন। পরে অতিথিবৃন্দ বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোখলেছুর রহমান সেলিম, চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জিয়াউর রহমান, চৌধুরীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকলিমা, আব্দুল মান্নান, খাদিজা আক্তার-১,সহিদ হোসেন, খাদিজা আক্তার-২, শিউলি আখতার,আশ্রাফী আক্তার,সালমা সুলতানা, অভিভাবক আছমা জিয়া সহ অভিভাবকবৃন্দ।