বিশেষ প্রতিনিধি : আড়াইহাজার থানা প্রেসক্লাব ও সাপ্তাহিক আমাদের আড়াইহাজারের উপদেস্টা , জাতীয় প্রেসক্লাবের সদস্য, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি (বিএসজেসি)’র প্রতিষ্ঠাতা সদস্য এবং ঢাকা রিপোটার্স ইউনিনিটির সাবেক সহসভাপতি সিনিয়র সাংবাদিক আবু দারদা যোবায়েরের শ্বশুর ঢাকার ঐতিহ্যবাহী ওয়েস্ট এন্ড হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক আশরাফুল হক আর নেই। বুধবার সকালে হাসপাতালে নেয়ার পথে ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে, এক ভাই ও দুই বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী ও শিক্ষার্থী রেখে যান। বুধবার বাদ আসর মিরপুর টোলারবাগ জামে মসজিদে নামাজে জানাজা শেষে মরহুম আশরাফুল হককে মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানসহ সাধারণ সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনাসহ তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।