নারায়ণগঞ্জের আড়াইহাজারে জালাল মিয়া (৪০) নামে এক গাঁজা বিক্রেতাকে ১ বছরের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জ্বল হোসেন এ দন্ড প্রদান করেন।
জালাল মিয়া শিবপুর নোয়াপাড়ার মৃত মালেক মিয়ার ছেলে।
এর আগে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আড়াইহাজার থানা পুলিশ জালালকে ৫শ গ্রাম গাঁজাসহ আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জের পরিদর্শক ওবায়দুল কবির জানান, মাদক বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে হাতেনারে মাদকসহ আটক করা হয়েছে। তাকে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জ্বল হোসেন জানান, তাকে হাতেনাতে মাদকসহ আটক করার পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।