নারায়ণগঞ্জের আড়াইহাজারে রফিকুল ইসলাম (৪০) নামে এক গাঁজা বিক্রেতাকে ২ কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে উপজেলার ফেরীঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
রফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার শিমরাইল এলাকার মৃত মাজু মিয়ার ছেলে।
গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আজহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা বিক্রির সময় হাতেনাতে ২ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে।