স্টাফ রিপোর্টার: ঢাকা- আড়াইহাজার প্রধান সড়কের সাদারদিয়া নামক এলাকায় সড়কের ওপর কুরবানীর পশুর চামড়া বিক্রি ও প্রক্রিয়াজাতকরণে চরম জনদূর্ভোগের সৃষ্টি হয়েছে। চরম দুর্ঘন্ধে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এই রাস্তা দিয়ে জনগণ চলাচল করতে পারছে না।
শ্রী নগরবাসি দাশ নামের এক ব্যাক্তি রাস্তার ওপর চামড়া রেখে লবণ লাগাচ্ছে এবং চামড়া বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। চামড়ার দুর্ঘন্ধে রাস্তা দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। আশেপাশের এলাকার পরিবেশ দূষণের কারণে এখানকার মানুষের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেন বলেন, জনদুর্ভোগ সৃষ্টির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।ব্যাক্তি স্বার্থ হাসিল করতে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে কাউকে সুযোগ দেয়া হবে না।আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, জনদুর্ভোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।