নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের আড়াইহাজার জমি সংক্রান্ত বিরোধে পূর্ব শত্রুতার জের ধরে হামলায় দুই জন আহত । আহতরা হলেন ব্রাক্ষন্দী ইউনিয়ন এর দিঘলদী গ্রামের বাসিন্দা কামরুল ইসলাম নকীব (৪৫) পিতা মৃত নেজার উদ্দিন নকীব ও শিহাব নকীব (১৭) পিতা সিরাজুল ইসলাম নকীব। গত শনিবার সকাল ১১ টায় নিজের বাড়ির সীমানার মধ্যে থাকা একটি গাছ কাটা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। পরবর্তী সময়ে শনিবারেই সন্ধা ৬ টায় পূর্ব পরিকল্পিত ভাবে বাজার থেকে বাড়িতে আসার সময় শিহাব নকীব ও কামরুল ইসলাম নকীব হামলা করেন, একই গ্রামের রুবেল, আশরাফসহ তার সহযোগীরা। হামলায় গুরুত্বর আহত, শিহাব নকীব (১৭) কামরুল ইসলাম নকীবকে (৪৫) দুই জনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পূর্ব পরিকল্পিত ভাবে হামলা করার পড়ে হামলাকারীরা আড়াইহাজার থানায় আহতদের নামে থানায় একটি মিথ্যা অভিযোগ দায়েল করেন।পরবর্তী সময় আহত কামরুল ইসলাম নকীব আড়াইহাজার থানায় বাদী হয়ে একটি অভিযোগ দায়েল করেন।আড়াইহাজার ওসি নজরুল ইসলাম জানান অভিযোগ গুলো বিষয়ে তদন্তে ব্যবস্থা গ্রহন করা হবে।