মোঃ জিয়াউর রহমান: আড়াইহাজার বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন থানা প্রেসক্লাব সভাপতি, দৈনিক ইত্তেফাক পত্রিকার আড়াইহাজার প্রতিনিধি এবং জনপ্রিয় সাপ্তাহিক আমাদের আড়াইহাজার পত্রিকার সম্পাদক মাসুম বিল্লাহ।
সাংবাদিক মাসুম বিল্লাহ বলেন, ধর্মপ্রাণ মুসলমানদের পুরো একমাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে থাকে। এই দিনে মানুষ সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের আনন্দ উপভোগ করে থাকে। তিনি আরো বলেন, সংযমের ব্রত পালনের পর সর্বজনীন মানবতার অধারিক কল্যাণের বার্তা বয়ে আনুক ঈদুল ফিতর।
সাম্য ও সম্প্রীতির চেতনায় আনন্দমূখর হয়ে উঠুক শ্রেনী পেশা নির্বিশেষে সকলের জীবন। ঈদের আনন্দে পূর্ণ হোক বাংলার প্রতিটি ঘর। সবার জীবনে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবার জীবন মঙ্গলময় হোক। একই সাথে তিনি মহামারি করোনাভাইরাস জনিত কারণে এবারের ঈদুল ফিতরের নামাজ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নিকটস্থ মসজিদে সুবিধাজনক সময়ে স্বাস্থ্য বিধি মেনে নামাজ আদায় করা এবং ঈদ উদযাপন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান । তাছাড়াও তিনি সবাইকে ঘরে থাকারও আহবান জানান।