স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদী গামী একটি চলন্ত বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় উপজেলার দুপ্তরা ইউনিয়নের বান্টি এলাকায় যমুনা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডের পর চালক, হেলপার ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাটি দূর্ঘটনা না অন্য কিছু তা নিয়ে তদন্ত চলছে।
আড়াইহাজারের ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহজাহান জানান, আগুণ লাগার পরই আমরা ঘটনাস্থলে গিয়ে ১২টার দিকে আগুণ নিয়ন্তনে আনি। বাসটি ঢাকা থেকে নরসিংদী যাচ্ছিল। তবে আগুণ কিভাবে লেগেছে তা জানা যায়নি। চালকও হেলপার পালিয়ে গেছে।