স্টাফ রিপোর্টার: আড়াইহাজারের মেঘনা থেকে অজ্ঞাত নামা এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় খাগকান্দা নৌ পুলিশ ফাড়িঁর পুলিশ উপজেলার বিশনন্দী ইউনিয়নের টেটিয়া এলাকায় মেঘনা নদী থেকে এই লাশটি উদ্ধার করে।
খাগকান্দা নৌ পুলিশ ফাড়িঁ ইনচার্জ ইন্সপেক্টর আক্রাম হোসেন আমাদের আড়াইহাজারকে জানান, মেঘনা নদীতে আড়াইহাজারের সীমানায় টেটিয়া এলাকায় একটি লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। লোকটির বয়স ৩৫ থেকে ৪০ এর ভিতর হতে পারে। লাশটির পরিচয় জানা যায়নি। লাশের পড়নে লুঙ্গি রয়েছে । ইন্সপেক্টর আক্রাম আমাদের আড়াইহাজারকে আরো জানান, লাশটির পরিচয় জানার চেস্টা চলছে। তবে ঘটনাটি হত্যাকান্ড কিনা তা জানার জন্য কাজ করছে পুলিশ