স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে আগুণে পুড়ে ছাই হয়ে গেছে ৪টি দোকান। শনিবার সকাল ৯টায় উপজেলার গোপালদী পৌর সভার মৌলভী বাজারে এই ঘটনা ঘটে। গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাসির উদ্দিন জানান, শনিবার সকাল ৯টায় মৌলভী বাজারের লুৎফরের লেপতোষকের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে আগুণের লেলিহান শিখা বাজারের আনোয়ারের ডেকোরেটরের দোকান, মা মেডিকেল হল ও ফারজানা ইলেকট্রনিক্রা পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে আড়াইহাজার থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও মাধবদী থেকে একটি ইউনিট , পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় দুই ঘন্টা চেস্টা করে আগুণ নিয়ন্ত্রন আনতে সক্ষম হন। তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এস আই নাসির আরো জানান, ঘটনাটি অগ্নিকান্ড না নাশকতা তা নিয়ে তদন্ত চলছে। তবে মালিক পক্ষ বিষয়টি নাশকতা বলেই অভিযোগ করেন।