মাসুম বিল্লাহ: আড়াইহাজারে বস্ত্রহীন অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত পোনে ১১টায় উপজেলার হাইজাদী ইউনিয়নের সিংহদী গ্রামের একটি ধান ক্ষেত থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, ধান ক্ষেতে একটি লাশ পড়ে আছে এই খবরের ভিত্তিতে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের গলায় একটি বড় আঘাত রয়েছে। তার পরিচয় জানা যায়নি। লাশের শরীরে কোন কাপড় নেই।তার বয়স ১৮ থেকে ১৯ হতে পারে।
তিনি আরো জানান, কেবা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানার চেস্টা চলছে। তাছাড়াও পুলিশ তার পরিচয় জানার জন্য কাজ করছেন।