স্টাফ রিপোর্টার: আড়াইহাজার উপজেলার আলোর পথযাত্রী পাঠাগারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুইশ’ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ছোট বিনাইরচর এলাকার এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। মাওলানা মফিজউদ্দিন এন্ড সহিদুর রহমান ফাউন্ডেশন, বাঁচবো বাঁচাবো সমাজসেবা সংগঠন, আলোর পথযাত্রী পাঠাগার ও চিকিৎসালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। এসময় প্রত্যেক পরিবারকে শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি, গুড়া দুধ, সাবানসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য ইসমাইল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মন্দী ইউপি চেয়ারম্যান লাক মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাদ খান সোহাগ, আড়াইহাজার থানা প্রেস ক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ, আলোর পথযাত্রী পাঠাগারের সভাপতি সফুরউদ্দিন প্রভাত প্রমুখ।
ইউপি চেয়ারম্যান লাক মিয়া বলেন, দেশের বিভিন্ন ক্রান্তিকালীন সময়ে এই তিনটি সামাজিক প্রতিষ্ঠান একত্রে গরীব ও অসহায়দের সাহায্য সহযোগিতা করেছে। এবার ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করতে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করে সামাজিক এই প্রতিষ্ঠানগুলো তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে যা অন্যদের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।