বিশেষ প্রতিনিধি : আড়াইহাজার উপজেলার গোপালদীতে নতুন করে আরো ৫ জন ও সাতগ্রাম ইউনিয়নের টেক পাড়ায় নতুন করে আরো এক জন CoVID-19 পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এখন মোট রোগী ৫৯। মোট সুস্থ ২৪ জন।
আড়াইহাজার উপজেলার পরিসংখ্যান বিদ মাহমুদুল হাসান জানান, সোমবার রাতে নতুন করে উপজেলায় আরো ৬ জন করোনা রোগী শনাক্ত করণ করা হয়েছে। তাছাড়াও উপজেলার বিভিন্ন গ্রাম থেকে মোট ২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।