স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিষেধাজ্ঞা অমান্য করে চালু রাখায় জি এন্ড বি নামে একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্মমাণ আদালত।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের ফাউসা এলাকায় ভ্রাম্মমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) উজ্জ্বল হোসেন এ জরিমানা করেন। একই সাথে জি এন্ড বি ইটভাটার মালিক ফজলুর রহমানকে চূড়ান্তভাবে সতর্ক করে দেওয়া হয়।
উজ্জ্বল হোসেন জানান, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইটভাটা খোলা রেখে শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছিলেন এমন অভিযোগের সত্যতা পেয়ে জি এন্ড বি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে মালিক ফজলুর রহমানকে চূড়ান্তভাবে সতর্ক করা হয়েছে।