স্টাফ রিপোর্টার: ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ,নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার উত্তম কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে ফল ও সবজি উৎপাদন,বাজারজাতকরণ কর্মসূচির আওতায় নিরাপদ ফল ও সবজি (বাণিজ্যিক)বাগান প্রতিষ্ঠায় আগ্রহী ১ দিন ব্যাপী কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ গতকাল মঙ্গলবার আড়াইহাজার উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, ঢাকা এর পরিচালক, ক্রপস উইং কৃষিবিদ মোঃ জাহিদুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা এর অতিরিক্ত পরিচালক, ক্রপস উইং কৃষিবিদ মোঃ নুরুল আমিন পাটওয়ারী ।
উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. আব্দুল মাজেদ, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ।
উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার(ভারপ্রাপ্ত) কৃষিবিদ মাহমুদুল হাসান ফারুকী । উত্তম কৃষি ব্যবস্থাপনার উপর নিরাপদ ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ফসলের কিভাবে মান বজায় রেখে ফসল উৎপাদন করা যায় এর উপর বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।