স্টাফ রিপোর্টার: আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান,গম,ও পাট বীজ উৎপাদন সংরক্ষন ও বিতরণ প্রকল্পের আওতায় স্থাপিত আউশ বীজ উৎপাদন প্রদর্শনী ব্রি ধান ৪৮ এর কৃষক মাঠ স্কুল পরিচালনা করছেন গোপালদী ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা আকলিমা আক্তার। বুধবার গোপালদী এলাকায় এই মাঠ স্কুল অনুষ্ঠিত হয়।
আকলিমা আক্তার জানান, প্রতিটি উপজেলায় উন্নত মানের বীজ উৎপাদন কারী কৃষক সৃষ্টির লক্ষ্যে ১৫ জন কৃষকের সমন্বয়ে একটি বীজ উৎপাদন কারী কৃষক দল তৈরী করে প্রকল্প থেকে প্রদান কৃত ভিত্তি বীজ, রাসায়নিক সার, বালাইনাশক প্রদান করে পাচঁটি সেশনের মাধ্যমে কৃষকের বাড়িতেই কৃষককে প্রশিক্ষিত করা হবে বীজ উৎপাদন করার জন্য।
তিনি আরো জানান, প্রকল্পের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কৃষককে স্বাবলম্বী করার লক্ষ্যে আমরা উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ নিরলস ভাবে মাঠে কাজ করে যাচ্ছি। বর্তমান দুর্যোগ মুহুর্তে খাদ্য ও বীজের চাহিদা পুরনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মুখ যোদ্ধা হিসাবে আমরা মাঠে আছি।