স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে তানজিনা আক্তার (২০) নামের এক গৃহবধুর রহস্য জনক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের পাজারদিয়া গ্রামের একটি আম গাছ থেকে তার লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। নিহত তানজিনা ওই গ্রামের আঃ করিমের মেয়ে এবং রুপগঞ্জ উপজেলার পাছাইকা গ্রামের ইদ্রিস আলীর ছেলে রিপনের স্ত্রী।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের গায়ে কোন আঘাতের চিন্হ নেই। দুই বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামীর সাথে সম্পর্ক ভাল যাচ্ছিল না বলে জানা গেছে। যার কারণে সে বাপের বাড়ি অবস্থান করছেন।
ওসি আরো জানান, ময়না তদন্তের পর বিস্তারিত বলা যাবে হত্যা না আত্মহত্যা। এই ব্যাপারে আড়াইহাজার থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।