স্টাফ রিপোর্টার: আাড়াইহাজার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার ২ পৌর সভা ও ১০ ইউনিয়নের ৬ হাজার হতদরিদ্র পরিবারের মধ্যে ত্রান সামগ্রী পৌছেঁ দেওয়া হয়েছে।
সকালে সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু কৃষœপুরা এলাকায় ত্রান বিতরণ করেন। পরে হাইজাদী ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন বাড়ি বাড়ি গিয়ে ত্রান বিতরণ করেন। দিন ব্যাপী প্রতিটি চেয়ারম্যান, মেয়র বাড়ি বাড়ি গিয়ে ত্রান সামগ্রী বিতরণ করেছেন।
আড়াইহাজার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মল্লিক জানান, প্রথম ধাপে প্রতিটি ইউনিয়নে ১শ২৫ জনকে ত্রান দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে প্রতি ইউনিয়নে ৫শ জনকে ত্রান দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে প্রতিটি হত দরিদ্রদের ঘরে পৌছে দেওয়া হবে।