মাসুম বিল্লাহ: আড়াইহাজারে ধান কাটার মেশিনের উদ্বোধন করা হয়েছে। সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু শনিবার দুপুরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের গোপিন্দী চকের মাঝে নিজে ধান কেটে মেশিনটির উদ্ধোধন করেন।
করোনার কারনে কৃষক যখন ধান কাটার শ্রমিকের অভাবে ধান কাটতে দিশেহারা তখনই কৃষকের কথা চিন্তা করে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে এ মেশিনটি এম পি নজরুল ইসলাম বাবু ব্রাহ্মনাদী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব লাক মিয়ার কাছে অর্ধেক মূল্যে হস্তান্তর করেন।
ধান কাটার উদ্ধোধনের সময় সামাজিক দুরত্ব মেনে উপস্থিত ছিলেন, আড়াইহাজারের পৌর মেয়র আলহাজ্ব সুন্দর আলী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুইয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাকিবুল ইসলাম কাজী জুয়েল ,সরকারী সফর আলী কলেজের সাবেক জি,এস আলআমিন, ব্রাহ্মন্দী ইউনিয়নের ছাত্র লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক সাজিদ আলামিন, ব্রাহ্মন্দী ই,উ.পি সদস্য জায়দুল ইসলাম ,আঃ মালেক,তাইজুল ইসলাম বেদন,আবুছিদ্দিক প্রমূখ।
মেশিনের মলিক আলহাজ্ব লাক মিয়া চেয়ারম্যান জানান, কৃষকের ধান কাটার শ্রমিকের অভাব পুরনের জন্য এমপি-নজরুল ইসলাম বাবুর সহায়তায় আমি মেশিনটি ক্রয় করেছি। শুধু মাত্র তেল খরচ দিয়েই কৃষকেরা এ মিশিন দিয়ে ধান কাটতে পারবে বলে তিনি জানান