মাসুম বিল্লাহ: আড়াইহাজার উপজেলায় দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। শনিবার সকালে আরো নতুন ৪ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩২ জন।
শনিবার সকালে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্ম কর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা জানান, এই পর্যন্ত ২৭০ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়েছে। পরীক্ষা করা নমুনার মধ্যে এই পর্যন্ত ৩২ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ৫ জন ইতিমধ্যে সুস্থ হয় বাড়ী ফিরেছেন। সামাজিক নিরাপত্তার বিষয় চিন্তা করে রোগীদের নাম প্রকাশ করা হয়নি। রোগী সনাক্ত হওয়ার সাথে সাথে রোগী ও তার পরিবারকে লক ডাউন নিশ্চিত করার জন্য জোড়ালো ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
তবে আড়াইহাজারে করোনা ভাইরাস প্রতিরোধে সামিজক দুরুত্ব বজায় রাখা সহ সবাইকে হোম কোয়ারেন্টাইনে নিশ্চিত করার লক্ষ্যে এখনই উপজেলা প্রশাসনের আরো কঠোর ভুমিকা না নিলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়বে বলেই ধারনা করছেন সচেতন মহল।