স্টাফ রিপোর্টার: নারায়নগঞ্জের আড়াইহাজারের ঝাউগাড়া গ্রামের ফকির কর্টনের পুকুরের পানিতে ডুবে আরিয়ান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে । সে ওই গ্রামের আরিফের ছেলে। জানাযায়, বৃহস্পতিবার সকাল ৯ টায় আরিয়ান তার মামার সাথে পুকুরে যায়। মামা পুকুর পাড়ে কাপড় কাচার সময় তার অজান্তেই সে পুকুরে পরে যায়। মামা আরিয়ানকে পুকুর পাড়ে না দেখে মনে করেন সে বাড়ি চলে গেছে। গোসল শেষে মামা বাড়ি গিয়ে খোজাঁখুজি করে আরিয়ানকে না পেয়ে পুনরায় দৌড়ে পুকুরে যান। পুকুরে নেমে অনেক খোঁজার পর এক পযার্য়ে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে তাকে আড়াইহাজার হাসপাতাল নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মোশাররফ তাকে মৃত ঘোষনা করেন।