স্টাফ রিপোর্টার : আড়াইহাজারে আমেনা (৩ ) নামের একটি শিশু বালতির পানিতে পড়ে মারা যায়। শুক্রবার সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের দেলোয়ারের মেয়ে।
শিশুটির পিতা দেলোয়ার জানান, অনেকক্ষণ ধরে আমেনাকে খুজেঁ পাওয়া যাচ্ছিল না। পরে ভাত রুমের ভিতর বালতির ভিতর তাকে পাওয়া যায়। আহত অবস্থায় আড়াইহাজার স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগের চিকিৎসক সুমন ঘটনাটি নিশ্চিত করেন।