মাসুম বিল্লাহ: আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকা থেকে বুধবার ১৯ জনের করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা জানান, আমাদের হাসপাতালের টিম বুধবার দিন ব্যাপী উপজেলার বিভিন্ন এলাকার ঘুরে ১৯ জনের নমুনা সংগ্রহ করেছেন। আমরা আশা করছি শনিবারের মধ্যে এদের রিপোর্ট পেয়ে যাব।
তিনি আরো জানান, যদি করোনা পজিটিভ আসে তাই হলে রিপোর্ট দ্রুত পাওয়া যায়। নেভিটিভ হলে পরে আসে।
এদিকে ডাঃ সায়মা আফরোজ ইভা বুধবার নিজে প্রভাকরদীতে করোনায় আক্রান্ত কুহিনুরের বাড়িতে গিয়ে লকডাউন করে দেন এবং সবাইকে সতর্ক করে দেন।
আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশরাফুল আমীন জানান, আ্রকান্ত ১৩ জনের মধ্যে ২ জন সুস্থ। বাকী ১১ জনের মধ্যে দড়িবিশনন্দীর হানিফার ছেলে ও স্ত্রী হাসপাতালে রয়েছেন। ৯জন তাদের নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।