মাসুম বিল্লাহ: আড়াইহাজার উপজেলায় বিভিন্ন স্থান থেকে বৃহস্পতিবার মোট ২৩ জনের স্যাম্পল কালেকশন করে আই ই ডি সি আর ঢাকা পাঠানো হয়েছে।
উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সায়মা আফরোজ ইভার নির্দেশনায় হাসপাতালের টিম এই নমুনা সংগ্রহ করছেন। জীবনের ঝুকিঁ নিয়ে এই টিমে কাজ করছেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশরাফুল আমীন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো: শরিফ, মেডিকেল টেকনোলজিস্ট মো: আশাদুজ্জামান , ইপিআই টেকনোলজিস্ট মো: আলমগীর হোসেন ও এ্যাম্বুলেন্সের চালক জগলুল তালুকদার।
বৃহস্পতিবার বান্টি, প্রভাকরদী, পাচঁগাও এলাকা থেকে এই সকল নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান ডাঃ আশরাফুল আমীন।