মাসুম বিল্লাহ: নারায়ণগঞ্জের আড়াইহাজারের সাধারণ মানুষসহ সকলকে করোনা ভাইরাসের ঝুঁকি মোকাবেলায় ঘরে থাকার আহবান করে সতর্ক করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেন।
বুধবার দিনব্যাপী উপজেলার আড়াইহাজারবাজার, বগাদী কালিরহাট, রামচন্দ্রদী, কড়ইতলাসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পুলিশ সদস্যদের সাথে নিয়ে জনসাধারণকে ঘরে থাকতে এ আহবান জানান তারা। এই সময় ৩ মটর সাইকেল আরোহীকে জরিমানা আদায় করা হয়। তাছাড়াও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যাতে না বাড়ে সেই ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক করে দেন।
সোহাগ হোসেন জানান, আমরা চেষ্টা করছি মানুষকে ঘরে রাখার জন্য। আমরা তাদেরকে মাইকিং করে বুঝানোর চেষ্টা করেছি কিন্তু তারা ঘরে না থেকেও বাইরে বের হয়ে যাচ্ছেন। তাদেরকে বার বার বলা হচ্ছে যেন তারা ঘরে থাকেন নিজেদের বাঁচাতে তাদের পরিবারকে বাঁচাতে ও সরকারি নির্দেশনা মানতে। তবে আমরা আশা করি মানুষ তাদের ভালোটা বুঝে ঘরে থাকবে।