বিশেষ প্রতিনিধি: আড়াইহাজারে তানিয়া আক্তার( ২০) নামের এক যুবতীকে অপহরণের পর মারধর করে চুল কেটে দেওয়ার অভিযোগে কামাল হোসেন ( ৩০) এক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত কামাল হোসেন সদর পৌর সভার চামুরকান্দি গ্রামের সুরুজ মিয়ার ছেলে।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এস আই) মুঞ্জরুল ইসলাম জানান, গত ২১ মার্চ আড়াইহাজার উপজেলার কামরানিরচর গ্রামের মৃত বিল্লাল মিয়ার মেয়ে তানিয়াকে উপজেলার কৃষ্নপুরা থেকে আলআমিন, কামাল সহ আরো কয়েকজনে তুলে নেয়। পরে মূলহোতা আলআমিন বিয়ের প্রস্তাব দেয় তানিয়াকে। বিয়ে করতে রাজী না হওয়ায় তাকে সিগারেটের ছ্যাকা দিয়ে মারধর করে চুল কেটে দেয়। পরে নির্যাতিত যুবতী বাদী হয়ে ৩ জনকে আসামী করে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত কামাল ২নং আসামী।
গ্রেফতারকৃত কামাল হোসেনকে ৭ দিনের রিমান্ডের আবেদন করে বৃহস্পতিবার কোটে প্রেরণ করা হয়েছে বলে জানান ওই দারোগা।