স্টাফ রিপোটার: আড়াইহাজারে কুখ্যাত রোড ডাকাত হারুনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার লস্করদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হারুন ওই গ্রামের মৃত আজিজের ছেলে।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এস আই) শামীম হোসেন জানান, ঢাকা-সিলেট মহা সড়ক এলাকায় রাস্তায় ডাকাতি হঠাৎ বেড়ে গিয়েছিল। তাই বিশেষ অভিযানে পুলিশ হারুনকে গ্রেফতার করে। এর আগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তাকে গ্রেফতার করেন । এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এই অভিযান এস আই শফিকুল ইসলামও অংশ নেন।