বিশেষ প্রতিনিধি: আড়াইহাজার উপজেলায় দিনকে দিন করোনা রোগীর সংখ্যা বেড়েই চলছে। জনগণ সচেতন না হলে আরো বাড়তে পারে বলে আশংকা করছেন স্বাস্থ্য বিভাগ। শনিবার আরো ২জন করোনা রোগী নতুন করে শনাক্ত করা হয়েছে। এদের বাড়ি ফতেহপুর ও পাচঁগাও বলে জানা গেছে।
আড়াইহাজার হাসপাতালের পরিসংখ্যান বিদ মাহমুদুল হাসান জানান, শনিবার মোট ২৭ জনের নুমনা সংগ্রহ করা হয়েছে। এই নিয়ে মোট ৭৩৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট আক্রান্ত হয়েছে ৫৩ জন। এখন পর্যন্ত সুস্থ্য হয়েছেন ২৩ জন।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকতা আফরোজ ইভা সকলকে সাবধানে থাকার অনুরোধ জানান।