মাসুম বিল্লাহ: আড়াইহাজার উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সোমবার ৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ডাঃ সায়মা আফরোজ ইভা জানান, সোমবার আড়াইহাজার, রামচন্দ্রদী, ঝাউগড়াসহ বিভিন্ন এলাকার ৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য প্রেরণ করা হয়েছে।
করোনা প্রতিরোধে ‘ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’ এর কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ এর নেতৃত্বে নির্ভীক, নিঃস্বার্থ, ত্যাগী আর পরিশ্রমী তরুণ স্বাস্থ্য কর্মীরা রাত দিন ২৪ ঘন্টা মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
জানা গেছে, সোমবার পর্যন্ত পর্যন্ত আড়াইহাজার উপজেলায় ১৩ জন করোনা আক্রান্ত ব্যক্তি সনাক্ত হয়েছে । আড়াইহাজার উপজেলায় এখন পর্যন্ত ১৭৪ জনের নমুনা কালেকশন করে আইইডিসিআর এ পাঠানো হয়েছে।
যতগুলো রিপোর্ট এসেছে তার মধ্য থেকে ১২ জন করোনা পজিটিভ রোগী আড়াইহাজার হাসপাতালের।
আর একজন রোগী বান্টির রেজাউল তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ওখান থেকে স্যাম্পল কালেকশন করার পর তিনি করোনা পজিটিভ হয়েছেন। এই নিয়ে আড়াইহাজার উপজেলায় এখন পর্যন্ত ১৩ জন করোনা পজিটিভ রোগী ।
করোন আক্রান্ত মাসুদা বেগম সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন ।
নতুন করে আর কোন করোনা রোগী শনাক্ত হয়নি সোমবার বিকাল ৪টা পর্যন্ত ।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা সকলকে সাবধানে থাকার অনুরোধ জানান।