মাসুম বিল্লাহ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বাস্থ্যবিধি অমান্য করে দোকানপাট খোলা ও সমাগম করে বিক্রি করার পাশাপাশি মাস্ক ব্যবহার না করায় কঠোর অবস্থানে নেমেছে প্রশাসন।
মঙ্গলবার বিকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেনের নেতৃতে কালিবাড়ি, বালিয়াপাড়া, দুপ্তারা, মনোহরদী বাজারে এ অভিযানে কঠোরভাবে সকলকে সচেতন করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) উজ্জ্বল হোসেন জানান, উপজেলায় স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ব্যবহার না করেই ব্যবসায়ীরা দোকানপাট খুলে বেচাকেনা করছেন। এতে করে করোনার ঝুঁকি বাড়ছে ও মারাত্মক স্বাস্থ্যহানীর আশঙ্কা থাকায় অভিযান পরিচালনা করে সকলকে সচেতন করা হয়েছে এবং পরবর্তীতে এভাবে ব্যবসা প্রতিষ্ঠান খুলকে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি দেয়া হয়েছে। তিনি আরো জানান, এই অভিযান অব্যাহত থাকবে।
Home সমগ্র নারায়ণগঞ্জ আড়াইহাজার আড়াইহাজারে স্বাস্থ্যবিধি মেনে চলতে ম্যাজিস্ট্রেট উজ্জলের অভিযান অব্যাহত