মাসুম বিল্লাহ: আড়াইহাজারে মঙ্গলবার দুপুর 1 ২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি জীবাণু নাশক টানেল বিতরণ করা হয়েছে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দোস্তগীর গাজী বীর প্রতীকের উদ্যোগে গাজীগ্রুপের পক্ষ থেকে সয়ংক্রীয় টানেল বিতরণ করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্ম কর্তা ডা:. সায়মা আফরোজ ইভা টানেলটি গ্রহণ করেন। এই সময় উপস্থিত ছিলেনিএশিয়ান টিভির জেলা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, সংবাদ চর্চ্চার সম্পাদক ও প্রকাশক মুন্না খাঁন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল আমীন, গাইনী চিকিৎসক ডা. শান্তা ত্রিবেদী ও আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ।
ডা. ইভা বলেন, করোনাভাইরাস সংক্রমণ থেকে মুক্ত থাকতে হলে জীবাণু নাশক আবশ্যক। আমাদের সব সময় সুরক্ষা থাকতে হবে। চিকিৎসকদের সুরক্ষায় টানেলটি বেশ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। জীবানু নাশক টানেলটি উপহার দেওয়ায় তিনি মন্ত্রী গাজীকে ধন্যবাদ জানান।প্রসঙ্গত, এই মেশিনটি দিয়ে একজন মানুষের পুরো শরীরস্প্রে করা হয়ে থাকে।