নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভাই ভাই স্পেনিং মিলের লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে আহত ৪ জনের মধ্যে জুয়েল (১৭) নামে একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদী নামক স্থানে এই ঘটনা ঘটে। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নিহত জুয়েলের পিতার নাম শহিদুল্লাহ।
এ ঘটনায় আহতদের বাকি ৩ জন হলেন- জামাল (২৩), জমিলা বেগম (৬৫) ও হৃদয়(২০)।
পুলিশ জানায়, সকালে লেগুনা দিয়ে বিশনন্দী এলাকা থেকে শ্রমিক নিয়ে উজান গোপিন্দী ভাই ভাই স্পেনিং মিলে যাওয়ার পথে বগাদী এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে তারা মিয়ার চায়ের দোকান ও জসিম উদ্দিনে সাইকেল বিক্রির দোকানে ঢুকে যায়। এ সময় দোকানে বসে থাকা ৪ জন আহত হয়। এর মধ্যে ২ জনের পা ভেঙ্গে যায়। এতে আহত জমিলা বেগমের অবস্থাও আশংকাজনক।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযাগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। জনতা গাড়িটি আটক করলেও চালক পলাতক রয়েছে।
তিনি আরো জানান, সন্ধ্যায় জুয়েল নামে একজন ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।