মাসুম বিল্লাহ: আড়াইহাজার উপজেলার বিভিন্ন গ্রাম থেকে গত ২ দিনে ১২ জনের করোনা সন্দেহে নমুনা প্রেরণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভার নির্দেশনায় এই টিমের নেতৃত্বে দিচ্ছেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশরাফুল আমীন।
ডাঃ আশরাফুল আমীন জানান, আমরা দুই দিনে বিভিন্ন এলাকা থেকে ১২ জনের নমুনা সংগ্রহ করেছি। এই রিপোট পেতে ২/৩ দিন সময় লেগে যায়। তিনি আরো জানান, আগে আক্রান্ত হওয়ার মধ্য দয়াকান্দার মাসুদা দড়ি বিশনন্দীর হানিফ সুস্থ হয়েছেন। বাকী ১০ জনের অবস্থা স্থীতিশীল রয়েছে। কারো অবস্থাতেই আশংকাজনক নয়।
নমুনা সংগ্রহ টিমি আরো রয়েছেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো: শরিফ, মেডিকেল টেকনোলজিস্ট মো: আশাদুজ্জামান, এম টি ইপিআই আলমগীর হোসেন ও এ্যাম্বুলেন্সের চালক জগলুল হোসেন।