স্টাফ রিপোর্টার: আড়াইহাজার থানা পুলিশ ৩ কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে। শনিবার রাতে কুমিল্লা ও আড়াইহাজার উপজেলার সত্যবান্দি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ভোলা জেলার ইলিশাকান্দি গ্রামের শফিকের ছেলে মনির হোসেন (৪২), একই জেলার বোরহান উদ্দিন উপজেলার পাক্ষিয়া মাতাব্বর বাড়ির মজিবুর রহমানের ছেলে লিটন (৩৯)ও কুমিল্লার মুরাদ নগর উপজেলার হাসুখার ছেলে মনির (৩৫)।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এস আই) সজিব জানান, আড়াইহাজার থানার একটি ডাকাতির মামলার তথ্য প্রযুক্তি ব্যবহার করে কুমিল্লা থেকে হাসুখার ছেলে মনিরকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্য মতে পুলিশের একটি টিম আড়াইহাজার থানার সত্যবান্দি থেকে মনির ও লিটনকে গ্রেফতার করে।
এস আই সজিব আরো জানান, এরা একটি সংঘবন্ধ চক্র। এই চক্রটি আড়াইহাজারের পুরিন্দায় রোড ডাকাতিসহ জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে থাকে। এদের সাথে জড়িত আরো কয়েকজনকে গ্রেফতার অভিযান চলছে বলেও পুলিশ জানান।