রফিকুল ইসলাম রানা : আড়াইহাজার থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নরিংদী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, তাদের কাছে গোপনে খবর আসে যে, দুজন ইয়াবা পাচারকারী বিপুল পরিমাণ ইয়াবা অন্যত্র পাচার করার উদ্দেশ্যে নরিংদী থেকে মারুয়াদীর দিকে যাচ্ছে। এ সংবাদ পেয়ে থানার ওসি মোঃ নজরুল ইসলাম, এস আই সিরাজুল ইসলাম এবং এ এস আই আলমগীরের সমন্বয়ে প্রয়োজনীয় সংখ্যক ফোর্স ২-৩টি ভাগে বিভক্ত হয়ে তাদেরকে চার দিক থেকে ঘিরে ফেলে এবং উল্লেখিত সংখ্যক ইয়াবাসহ আটক করে। আটককৃতরা হলো উপজেলার নরিংদী গ্রামের সিরাজের ছেলে ইয়ানুছ (২৯) ও লষ্করদী গ্রামের দাইয়ানের ছেলে রুবেল (২৮)।
আটকের পর আটককৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, তাদেরকে নরিংদী গ্রামের মোবারক হোসেন নামে এক লোক ইয়াবাগুলো মারুয়াদী গ্রামে জনৈক ব্যক্তির কাছে পাচার করার জন্য পাঠিয়েছে। পুলিশ মোবারক কে গ্রেফতারের জন্য চেষ্টা করছে।
Home সমগ্র নারায়ণগঞ্জ আড়াইহাজার আড়াইহাজারে ৪ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, পুলিশ শীর্ষ মাদক ব্যবসায়ী...