স্টাফ রিপোর্টার: আড়াইহাজার থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠন অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপ। রোববার সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে এসে তারা সভাপতি মাসুম বিল্লাহসহ সকল সদস্যদের ফুল দিয়ে অভিনন্দন জানান। এতে নেতৃত্বে দেন ওকাপ আড়াইহাজার এর ফিল্ড অফিসার মো: আমিনুল হক।
এ সময় উপস্থিত ছিলেন,আড়াইহাজার অভিবাসী ফোরামের সভাপতি মো: তৌফিকুর রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, হাইজাদী ইউনিয়ন অভিবাসী ফোরাম সভাপতি ডাঃ মো: রমিজ উদ্দিন, সদস্য মোহাম্মদ আলী, দুপ্তারা ইউনিয়ন ফোরাম সভাপতি ইব্রাহিম মোল্লা, ওকাপের ফিল্ড আর্গানাইজার ছোবাহান আলী প্রমুখ।