বিশেষপ্রতিনিধি ত্যাগের অপর মহিমা নিয়ে আমাদের জীবনে এসেছে আরেক টি পবিত্র ঈদুল আযহা। ঈদুল আযহার বড় আনন্দ পশু কোরবানি দেয়া। আসলে এটা মহান আল্লাহ পাকের পরীক্ষা।
কোরবানির সাথে সাথে মনেরপশুকেও কোরবানি দিতে পারলে তবেই সার্থকতা আসে। নইলেএর সার্থকতা প্রশ্নবিদ্ধ হয়। আপনার গরিব প্রতিবেশি যেন আপনার দ্বারা বঞ্চিতনা হয়। সবার সাথে আনন্দ ভাগ নেয়ার মজাই আলাদা। প্রিয় উপজেলাবাসী চলছে করোনাকাল।
চারদিকে বিপদ। ঈদের আনন্দে আমরা যেন স্বাস্থ্যবিধি মানার কথা ভুলেনা যাই। এমনিতে ইসরকারের তরফ থেকে সতর্কতা রয়েছে যে, ঈদের পর করোনা বাড়তে পারে। কাজেই আসুন আমরা পবিত্র ঈদুল আযহা উদযাপন করার সাথে সাথে স্বাস্থ্যবিধি মেনেচলি। সাপ্তাহিক আমাদে রআড়াইহাজার পত্রিকার সকলপাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্খীদের জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।