মাসুম বিল্লাহ: আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সকল ডাক্তার, নার্স এবং স্টাফরা চরম ঝঁকির মধ্যে রয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে তারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।
এত ঝুকিঁর মধ্যেও সকল প্রকার সেবা চালু রয়েছে। তাই ডাক্তারদের নিরাপত্তার কথা চিন্তা করে শনিবার প্রথম বারের মতো হাসপাতালে একটি সুরক্ষ কক্ষ চালু করা হয়েছে।
হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা এই সুরক্ষা কক্ষের উদ্ধোধন করেন। তিনি জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে সুরক্ষা কক্ষে বসে ডাক্তারগণ রোগী দেখবেন।
তিনি আড়াইহাজার বাসীকে সাবধানে থেকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।