বিশেষ প্রতিনিধি: আড়াইহাজার উপজেলা সদর, গোপালদী বাজারসহ বেশ কয়েকটি বাজারে ওষুধের দোকানে ভেজাল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিক্রি করছে বলে অভিযোগ রয়েছেন।
এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: উজ্জল হোসেন আড়াইহাজার বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় কয়েকটি দোকানে ভেজাল সুরক্ষা সামগ্রী পাওয়া যায়।
এ্ সময় ম্যজিস্ট্রেট উজ্জল ভেজাল সুরক্ষা সামগ্রী গুলো ফেলে দেন। তিনি জানান, যদি আবারো কোন দোকানে পাওয়া যায় ।তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।