বিশেষ প্রতিনিধি: মো: উজ্জল হোসেন। তিনি আড়াইহাজার উপজেলায় সহকারী কমিশনার ভূমি হিসেবে কর্মরত। একজন ম্যাজিস্ট্রেট হিসেবে উপজেলার সর্বত্র মোবাইল কোট পরিচালনা করে বেশ আলোচনায় চলে এসেছেন। তাকে দেখলে সকলে চিনি ফেলে। বর্তমানে করোনা পরিস্থিতি আসার পর মানুষকে ঘরে রাখতে তার ভূমিকা অনেক।
তিনি প্রতিদিন উপজেলার বিভিন্ন হাট বাজার চষে বেড়াচ্ছেন। উপজেলার এমন কোন বাজার নেই তিনি অভিযান চালা্ননি। প্রথম বোযার দিন বিকালে ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেন কোন পুলিশ ছাড়া একাই তিনি বাজার মনিটনিং করতে বের হন। তাকে দেখে দোকানদাররা দোকান বন্ধ করে পালিয়ে যায়।
ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেন বলেন, মানুষকে ঘরে রাখতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে আমি সব সময় কাজ করে যাব।