বিশেষ প্রতিনিধি: বিশ্বব্যাপী করোনা ভাইরাস ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ায় অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও লকডাউন দীর্ঘতর হচ্ছে। সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়েছে আগামী ৫ মে পর্যন্ত। ফলে অধিকাংশ মানুষই বেকার ও কর্মহীন হয়ে পড়ছেন। এহেন পরিস্থিতিতে নিজ গ্রামে এবং আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় কর্মহীন ও দূর্গতদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু তালেব মোল্লার সুযোগ্য সন্তান ও ফয়সাল হাসাপাতোলের এমডি ফয়সাল মাহমুদ।
অসহায় ও দূর্গত ৫০০ পরিবারের তালিকা করে তিনি নিজে উপস্থিত থেকে সবার মাঝে চাল, ডাল, আলু, তেল ইত্যাদি সামগ্রী সবার ঘরে ঘরে পৌছে দিয়েছেন। লকডাউনের মতো ভয়াল পরিস্থিতিতে সবার খোজ খবর নিয়েছেন। তিনি বলেন– আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র এবং তিনি উক্ত পরিস্থিতিতে সামর্থ্যবান সকলকেই অসহায়দের পাশে দাড়ানোর আহবান জানান।