স্টাফ রিপোর্টার: কালাপাহাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই রফিকুল এর নেতৃত্বে মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল ) দুপুরে রাধানগর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম ফারুক (২২)।সে কালাপাহাড়িয়া ইউনিয়নের মধ্যারচর গ্রামের রিয়াজুল এর ছেলে। জানা যায়,সে দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক সেবন ও জোগান দিয়ে আসছে।
এএসআই রফিকুল জানান, গ্রেফতারকৃত ফারুকের বিরুদ্ধে জিআর-৩৯/১৮ এ করা মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজকে তাকে গ্রেফতার করে আড়াইহাজার থানায় প্রেরণ করেছি। এখানকার আনুষাঙ্গিক বিষয়াদি শেষ করে কোর্টে চালান দেওয়া হবে।