মোঃ জিয়াউর রহমান : আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ আড়াইহাজার উপজেলা শাখা ছাত্রলীগের উদ্যোগে কালাপাহাড়িয়া ইউনিয়নে ২০০ টি ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়। ইউনিয়ন পরিষদের সামনে ও কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের আশপাশের এলাকায় এ চারা রোপণ করা হয়।
ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী রাজীবুল ইসলাম জুয়েল ।
বিশেষ অতিথি ছিলেন সাইফুল ইসলাম স্বপন চেয়ারম্যান কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মন্জুর হোসেন, এ একে এম ফাইজুল হক ডালিম সাধারন সম্পাদক কালাপাহাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ। মো: নাহিদুর রহমান লাফিজ, যুগ্ন আহবায়ক,আড়াইহাজার উপজেলা ছাত্রলীগ। মো: জসীম উদ্দিন, যুগ্ম আহবায়ক,আড়াইহাজার উপজেলা ছাত্রলীগ,এমদাদুল হক মিলন,আরিফ হোসেন নির্জন, মো: আসাদ উল্লাহ।