শহিদুল ইসলাম সবুজ : আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নে মাদক, অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার করা জন্য পুলিশ পুরো কালাপাহাড়িয়া ইউনিয়ন এ অভিযান চালায়। অভিযানে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। অভিযানে নেতৃত্ব দেন এ এসপি মাহিন ফরাজী।
পুলিশ আসার খবর শুনে পালিয়ে যায় আসামিরা। সম্প্রতি কালাপাহাড়িয়া ইউনিয়ন এ হত্যা, সংঘর্ষ, মাদক ব্যবসা বৃদ্ধি পেয়েছে কালাপাহাড়িয়া ইউনিয়নে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, আমরা কালাপাহাড়িয়া ইউনিয়ন এর মানুষ ভয়ে মুখ খুলতে পারিনা। যতদিন পর্যন্ত অস্ত্র উদ্ধার না হয় ততোদিনে পর্যন্ত আমাদের এলাকায় এই খুনাখুনি হবেই। আমরা চাই আমাদের এলাকা থেকে এসব সন্ত্রাসদের গ্রেফতার করে তাদের হাত থেকে অস্ত্র উদ্ধার করা হোক
আড়াইহাজার থানার এস আই শফিকুল আমাদের আড়াইহাজার অনলাইনকে বলেন, আমরা মাদক ব্যবসায়ী, গ্রেফতারি পরোয়ানা জারিকৃত আসামী এবং অস্ত্র উদ্ধারের জন্য চেষ্টা করে যাচ্ছি। আমাদের অভিযান চলমান থাকবে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম আমাদের আড়াইহাজারকে বলেন, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।