আবু সিদ্দিক বাদল: আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা গ্রামে তাছমিন আক্তার (৫)নামক এক শিশু পানিতে পড়ে মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর নাগাদ এ ঘটনাটি ঘটে।
পারিবারিক সুত্রে জানাযায়, বাড়ীর পাশে গোপালদী বাজার ঘেঁষে যাওয়া প্রবহমান মেঘনা নদীতে কোন এক সময়ে পানিতে পড়ে যায়।
দুপুর ৩টা ৩০ঘটিকার দিকে লাশ ভেষে উঠলে শনাক্ত হয় ওটা তাছমিনের লাশ।
উল্লেখ্য যে ২বছর পূর্বে তাছমিনের মা মারা যায়।বাবা একই ইউনিয়নের চৈতনকান্দা গ্রামের কেমু মিয়া ২য় বিবাহে আবদ্ধ হলে। তাছমিন নানীর কোলে বড় হয়ে উঠতেছিল।