আবু সিদ্দিক বাদল : নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাইফুল (২২) নামে এক যুবকের গলাকাটা ও দুই হাত কাটা লাশ পাওয়া গছে।
নিহত সাইফুল সাইফুল (২২) উপজলোর গোপালদী পৌরসভার উলুকান্দি ব্যাপারীপাড়া এলাকায় নানা বাড়ি থাকতো। তার বাবার নাম ওছমান। তার গ্রামের বাড়ি বিশনন্দী এলাকায় বলে জানা গেছে। সে বাজারের মনিরের ওষুধের দোকানে কাজ করতো।
বুধবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ৩ টায় আড়াইহাজার উপজলোর গোপালদী বড় মসজিদ মার্কেটের ছাদে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলশিকে সংবাদ দয়ে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি )নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।