বিশেষ প্রতিনিধি: মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার উপজেলার গোপালদী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ৪ লক্ষ ৭৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৯৫ লক্ষ টাকা।
সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: উজ্জল হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, সহকারী মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন্ উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্ট পরিচালনা কালে আব্দুল হাকিম নামে একজনকে আটক করা হয় এবং তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।