মাসুম বিল্লাহ: সহকারী কমিশার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: উজ্জল হোসেন মুসল্লীদের মসজিদে না গিয়ে ঘরে বসে নামাজ পাড়ার আহবান জানান। তিনি বৃহস্পতিবার রাতে উপজেলার নৈকাহন, তিলচন্দ্রী, আতাদী, ভৈরবদী ও উচিৎপুরা এলাকায় মসজিদের গিয়ে মুসল্লীদের এই অনুরোধ জানান।
ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেন বলেন, দয়া করে আপনারা করোনার মহামারি রক্ষা করতে জনসমাগম না ঘটিয়ে নিজ নিজ বাড়িতে থেকে নামাজ আদায় করেন। এই সময় উপস্থিত মুসল্লীরা ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেনের কথায় সন্তুষ প্রকাশ করে ধন্যবাদ জানান।