আবু সিদ্দিক বাদল: ৫ সন্তানের জননী বৃদ্ধা কুলসুম অনাহারী থেকে আজ প্রথম ভিক্ষাবৃত্তি বেছে নিলেন আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রামের মৃত সালামের স্ত্রী কুলসুম বেগম ।
জানা গেছে, দুই ছেলে ও তিন মেয়ে রয়েছেন মহিলার। ছেলে নুরুন্নবী এবং সাদিকুর উভয়েই একই সাথে বসবাস করে আসছেন দুজনেই এবং রিকশাচালক রোজগারও কম নয় কিন্তু দুর্ভাগ্য বিষয় মা কুলসুম বেগম কে ভরণপোষণের দায়িত্ব নেন না ।
কুলসুম বেগমের সাথে আমাদের আড়াইহাজারের সাক্ষাৎ মিলে গোপালদী বাজারে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা রত অবস্থায়। তিনি কান্নারত অবস্থায় জানান দুটি সন্তান থাকা সত্ত্বেও বরণ পোষণ করে না সন্তানেরা । পূর্বে তিনি ঢাকায় বাসা বাড়িতে ঝিয়ের কাজ করতেন ।
বর্তমান পরিস্থিতি করোনার ফলে তিনি বাড়িতে চলে আসেন সাথে যা ছিল একেবারেই শেষ হয়ে যাওয়ার পর নিরুপায় হয়ে তিনি ভিক্ষাবৃত্তি বেছে নিয়েছেন ।
তিনি আরো জানান,আমাদের এলাকায় তো আমাকে যে এর কাজ করার জন্য কেউ নেবে না ক্ষুধার জ্বালায় আজ আমি প্রথম ভিক্ষা করতে আসছি ।
মহিলা আরো জানান, সকাল বেলা আমার বাপের বাড়ি আগুয়ানদিতে যাই। ওইখান থেকে হাটতে হাটতে আমি গোপালদী বাজার আসছি মানুষের কাছে হাত পেতে যা পেয়েছি তা নিয়েই জীবন বাঁচানোর চেষ্টা করব।