স্টাফ রিপোর্টার: আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা গ্রামে ওয়াইফাই বিল আদায় করতে জনগণকে হয়রানির অভিযোগ পাওয়া গেছ।
জানা গেছে, দেশের সব জায়গায় সকল বিল আদায়ের বিষয়ে শিথিল করা হয়েছে। সেই সময় গাজীপুরা গ্রামে জোরপূর্বক বিল আদায়ের চেস্টা করছে।
গাজীপুরা গ্রমের কয়েকজন গ্রাম বাসী জানান, ক্রান্তিকাল মুহূর্তে ওয়াইফাই বিল কি মাফ করা যায় না আমাদের। আশেপাশের সব ডিস বিল মাফ করে দিয়েছে কিন্তু ওয়াইফের বিলের বাড়ি বাড়ি তাগাদা এটা সাধারন মানুষ হতাশ করছে।
গ্রামবাসী আরো জানান, সরকার সব বিষয়ে পদক্ষেপ নিয়েছে এবং যত ব্যাংকিং খাত হাজার হাজার কোটি টাকার প্রোজেক্ট সেখানে ক্ষুদ্র ওয়াইফাই বিলের টাকা দিতে মানুষ কষ্ট হচ্ছে। বিষয়টি নজর দেওয়ার জন্য প্রশাসনের নিকট অনুরোধ করেছেন এলাকাবাসী।
এদিকে উপজেলার বিভিন্ন এলাকায় এই রকম ঘটছে বলে জানা গেছে।